নবাব মল্লিক (দক্ষিণ ২৪ পরগণা): বাংলাদেশ বর্ডার গার্ডের(বিবিজি) হাতে আটক ভারতীয় ট্রলার। রবিবার বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ জলসীমানার কাছে ‘এফবি স্বর্ণতারা’ নামে ওই ট্রলারটিকে আটক করা হয়েছে বলে মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর। আটক ট্রলারটিতে ১৪ জন মৎস্যজীবী রয়েছেন। ইতিমধ্যেই প্রশাসনের তরফে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে৷
মৎস্য দফতর সূত্রে খবর, গভীর সমুদ্রে ইলিশ ধরার জন্য গত শুক্রবার আগস্ট পাথরপ্রতিমার সিতারামপুর থেকে রওনা দিয়েছিল ট্রলার ‘এফবি স্বর্ণতারা’। কিন্তু ট্রলারটি মাছ ধরার সময় আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়াতে বাংলাদেশ বর্ডার গার্ড ট্রলারটি আটক করেছে। উত্তাল সমুদ্র ঢেউ এবং খারাপ আবহাওয়ার জেরে ট্রলারটি বাংলাদেশে ঢুকে পড়ে ছিল বলে দাবি মৎস্যজীবীদের। তাঁরাই ফোন করে ঘটনার কথা জানিয়েছেন ট্রলারের মালিক সুদর্শন সাঁইকে। ইতিমধ্যেই মৎস্যজীবী সংগঠনের তরফে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের তরফেও ডেপুটি হাইকমিশনকে বিষয়টি জানানো হবে। জেলার সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) জয়ন্ত প্রধান জানিয়েছেন, ‘খবর পাওয়া মাত্রই আমরা ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাঁটিতে যোগাযোগ করি। তাঁরাই বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে যোগাযোগ করেছেন। বিষয়টি নিয়ে দু’দেশের উপকূল রক্ষী বাহিনীর মধ্যে আলাপআলোচনা চলছে। তবে নিষেধাজ্ঞার সত্বেও কিভাবে ট্রলারটি বাংলাদেশে ঢুকে পড়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ‘