শ্যাম বিশ্বাস,satsakal.com: বসিরহাটের ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের লাগাতার অভিযানে ভারতীয় তিনজন দালাল এক মহিলা সহ মোট পনেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সরুপনগর নগর হাকিমপুর সীমান্ত থেকে ২, জন বাংলাদেশিকে গ্রেফতার করে বিএসএফ। সম্প্রতিককালে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চলতি মাসের অমিত সাহা ৫, ই মে হিঙ্গলগঞ্জ বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন। বাংলাদেশি অনুপ্রবেশ ঘটছে, পাশাপাশি পাচার বেড়েছে। তারপর থেকে নড়েচড়ে বসেছে প্রশাসন, কিন্তু সীমান্ত সুরক্ষা নজরদারি বিএসএফের চোখে ধুলো দিয়ে এদেশে ঢুকে পড়ছে বাংলাদেশীরা। এমনকি পাচারের ঘটনা ঘটছে নিত্যদিন।
আজ ভোর রাতে ১৫৩ নম্বর ব্যাটেলিয়ান সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ যৌথ তল্লাশিতে ৩,দালালসহ মোট ১৫,জন বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।
এমনিতে সীমান্তে বিএসএফের মহিলা ব্যাটালিয়ন এর কনস্টেবলের ইন্সাস রাইফেল ও কুড়ি রাউন্ড গুলি নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এই নিয়ে সীমান্তজুড়ে নজরদারি চালাচ্ছে বিএসএফ ও পুলিশ। তারপরেই এই ঘটনা ভাবাচ্ছে সাধারণ মানুষকে।