বিজন দেব, দক্ষিণ দিনাজপুর: কুসংস্কার, বাল্যবিবাহ ও নারী পাচার রুখতে এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সহ গ্রামের অনেক পিছিয়ে পড়া মানুষদের সচেতন করতে সচেতনতামূলক প্রচারের একটি কর্মসূচির আয়োজন করে ছিল দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ।
রবিবার গঙ্গারামপুর ব্লকের চালুন ও উদয় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক প্রচার চালায় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্যবৃন্দরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবার পি এল পি গোলাম রব্বানী সহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রসঙ্গত কুসংস্কার বাল্যবিবাহ ও নারী পাচার রুখতে এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সহ গ্রামের অনেক পিছিয়ে পড়া মানুষদের সচেতন করতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে প্রচার
চালায় সদস্যরা। পাশাপাশি শিশুদের সুস্বাস্থ্য, পরিষ্কার পরিছন্নতা ও বাল্যবিবাহ, সরকারি সুযোগ-সুবিধার দুর্বল ও গরীব মানুষরা যাতে আইনি অধিকার থেকে বঞ্চিত না হয় সে সমস্ত বিষয়গুলি তুলে ধরতে গঙ্গারামপুর ব্লকের উদয়ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার এর আয়োজন করলো দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর সদস্যরা।