অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : ভোটের ফল বেরোনোর পরেরদিনই নিজের জেতা ওয়ার্ডকে সাজিয়ে তোলার জন্য কাজে লেগে পড়লেন দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত মাহাতো। দশ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে নমিনেশন জমা দেওয়ার পরে জানিয়েছিলেন ওয়ার্ড টিকে তিনি মডেল ওয়ার্ড হিসাবে সাজিয়ে তুলবেন সেই লক্ষ্যেই বৃহস্পতিবার নিজের ওয়ার্ডের অজিত এবং অজিতের সাথে থাকা তার কর্মী সমর্থকরা ভোটের প্রচারের জন্য নিজের সমর্থনে ওয়ার্ডের বিভিন্ন দেওয়ালে নিজের লেখা নাম গুলি মুছে দিয়ে দেয়ালগুলিতে পুনরায় মনীষীদের বাণী লিখেন।
অজিত মাহাতো বলেন “আমাদের এই ওয়ার্ড টিকে নতুন করে আমি সাজাতে চাই এবং আমরা আজ দেওয়াল লিখন গুলি মুছে দিয়ে দেওয়ালে মনীষীদের বাণী লিখছি, এই বানী লেখার মধ্য দিয়ে আমরা মনীষীদের সম্মান জানাতে পারবো এছাড়াও এই লিখা গুলি ওয়ার্ড এর সৌন্দর্য বাড়িয়ে তুলবে, আমার ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা,এছাড়াও শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমার কর্তব্য এবং এটা আমার দায়িত্ব তাই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্যই আজ আমরা এ কাজ গুলি শুরু করেছি”।