অমৃতা পান্ডে: বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বারাণসীতে দাঁড়িয়েও খেলা হবে স্লোগান দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভা নির্বাচনে বাংলায় তাঁর দলের ভাল ফলের কথা ঘোষণা করে বলেন, ‘খেলা এত সহজ নয়। তবে আপনারা পারবেন। আপনারা উপযুক্ত জবাব দেবেন। উনি সাধুদের নাম খারাপ করছেন। নামে যোগী আসলে ভোগী। উনি গরীবদের কী দেবেন?’
করোনা পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার কি করেছিল তাও এদিন তুলে ধরেন মমতা। অখিলেশের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘উত্তরপ্রদেশের গঙ্গায় মৃতদেহ ভাসিয়েছিল। বাংলার সরকার তাদের উদ্ধার করে অন্তিমসংস্কার করেছে। ওরা আপনাদের আত্মীয়দের মৃতদেহ গঙ্গায় নিক্ষেপ করেছে। আপনারা ওদের উত্তরপ্রদেশের বাইরে নিক্ষেপ করুন।’
বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বুধবার সন্ধ্যেবেলা কি ঘটেছে তাও বলতে ভোলেননি তিনি। সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমার গাড়িতে ওরা ধাক্কা দিয়েছে। লাঠির বারি মেরেছে। গালাগাল দিয়েছে। আমি ওদের ধন্যবাদ দিয়েছি। কারণ আমি বুঝেছি, আসলে ওরা হেরে যাবে বলে ভয় পেয়েছে। ভয় পেয়েছে বলেই এসব করছে। কিন্তু আমি এসব দেখেই আজ এই জায়গায় পৌঁছেছি। আমাকে এত সহজে দমানো যাবে না। আমার অনুরোধ, যদি গঠবন্ধনকে জেতাতে চাও তাহলে আবার একবার ধাক্কা দাও।’
এরপরই সপ্তমে সুর চড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘উত্তরপ্রদেশে বিজেপি যে পাপ করেছে, তা মুছে ফেলা সম্ভব নয়। তবে সেই অন্ধকার সরিয়ে নতুন আলো আসবে। এক ধাক্কা অউর দো, পুরা ইউপি সে ফেক দো।’
তখন করতালিতে ফেটে পড়ে বারাণসীর সভাস্থল। আর মমতাকে অখিলেশ বললেন, ‘আপনি এখানে পদার্পন করতেই বিজেপির নিজের হারের কথা মনে পড়ে গিয়েছে। ওরা এখানেও হারের ভয় পাচ্ছে।’