রঙ্গিলা খাতুন: বেনারসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর প্রতিবাদে কান্দি মহকুমা জুড়ে মিছিল হয়। কান্দি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সকাল ১১ টার সময় কান্দি রাজ কলেজ ও কমার্স কলেজের সন্নিকটকে প্রতিবাদ মিছিল করা হয়। উপস্থিত জয়দেব ঘটক, হরসিত ঘোষ, উসমান গনি, বানিকন্ঠ ব্যানাজী প্রমুখ।
অন্যদিকে সন্ধ্যার সময় কান্দি বিধায়েকের নেতৃত্বে
বিক্ষোভ কর্মসূচী করেন কান্দীর লীচুতলা বাজার এলাকায়। উত্তরপ্রদেশের বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির কর্মীরা কালো পতাকা দেখানোর ফলে এই প্রতিবাদ জানিয়েছেন কান্দি তৃণমূল নেতা প্রার্থ প্রতীম সরকার। উপস্থিত অপূর্ব সরকার দেবল দাস দেবাশিস চ্যাটাজী তরুন সুন্দর ত্রিবেদী প্রমুখ।তাছাড়া ভরতপুর এবং খড়গ্রামে প্রতিবাদ মিছিল করা হয়।
উল্লেখ্য বুধবার সন্ধ্যায় গেরুয়া বাহিনীর আক্রমণের মুখে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী। গঙ্গারতি দর্শনে লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দর থেকে দশাশ্বমেধ ঘাটে আসার পথে বারাণসী শহরের বেনিয়াতে মমতাকে কালো পতাকা দেখায় ভক্তকুল। জয় শ্রীরাম ধ্বনির সঙ্গে চলে গোব্যাক মমতা–সহ নানা স্লোগান। লাঠি আর হাত দিয়ে চাপড়ও মারা হয় মমতার গাড়িতে।