তারক হরি, satsakal.com: ক্ষণিকের ঝড়ে কার্যত লন্ডভন্ড সবং ব্লকের বিভিন্ন এলাকা। ক্ষতির পরিমান খতিয়ে দেখতে শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া
এদিন সবং ব্লকের দশগ্রাম, বড়চাহারা, ঝিকুরিয়া,সিংপুর, দেহাটি সহ অন্যান্য ক্ষতিগ্রস্থ এলাকার বাসিন্দাদের সাথে মন্ত্রী কথা বলেন। পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকার এবং সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি ।
এদিন এলাকা পরিদর্শনে মন্ত্রী মানষ ভুঁইয়া ছাড়াও ছিলেন সবং পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি, সবং বিডিও আধিকারিক তুহিন শুভ্র মহান্তি, সবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত বিশ্বাস, এস আই কৃষ্ণেন্দু হোতা, প্রাণী ও মৎস কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, কৃষি কর্মাধ্যক্ষ তরুণ কুমার মিশ্র, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিকাশ রঞ্জন ভূঁইয়া সহ অন্যান্য নেতৃত্ব আধিকারিকগন।