satsakal.com: আজ ৫ ই জুন। বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে কলকাতার গড়িয়া ট্রাফিক গার্ড এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার স্টাফ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে পাটুলিতে অনুষ্ঠিত হল নির্মল পরিবেশ সচেতনতা মূলক বৃক্ষরোপন কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাড়িয়া ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর প্রবীর কুমার ভট্টাচার্জী এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টাফ আসোসিয়েশনের ডি জি এস প্রণব কান্তি নাথ।
এদিন প্রায় ১০০ টি বৃক্ষ চারা রোপন করা হয়। এর পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু, শিশু-কিশোর, যুবক যুবতী,সিগন্যালে দাঁড়ানো গাড়ির চালকদেরকেও গাছের চারা উপহার হিসেবে তুলে দেওয়া হয়। সেই সঙ্গে তাদের অনুরোধ করেন গাছটি কোথাও রোপন করে, রক্ষণা বেক্ষণ করার।
বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ বাঁচাতে প্রচার করা হয়, আমরা সকলেই মিলিত হয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন করছি। পৃথিবীতে যেভাবে দাবদাহ বেড়েছে, সেজন্য অক্সিজেনের মাত্রা কমছে। তাই সকলের কাছে আবেদন, আপনারা নিজের নিজের এলাকায় নিজের প্রচেষ্টায় গাছ লাগান। নিজের প্রাণ বাঁচান। এবং সকল মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করুন।