সাতসকাল ওয়েব ডেস্ক: রাজ্যের উত্তর থেকে দক্ষিণ গণনা শুরু হতেই দিকে দিকে বইতে শুরু করলো সবুঝ ঝড়। আর তাতেই কার্যত খড়-কুটোর মতো উড়ে গেল, বাম-বিজেপি-কংগ্রেস। এখনও পর্যন্ত ১০৮টি পুরসভার মধ্যে ৯৩টি পুরসভা দখল করেছে তৃণমূল। কাঁচরাপাড়ায় জিতলেন মুকুল-পুত্র। এদিন ৬ নং ওয়ার্ড থেকে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী শুভ্রাংশু রায়।
পুরভোটে জিতে শুভ্রাংশু বলেন, “বিজেপিতে যাওয়াটাই আমার ভুল ছিল। এটাও প্রমাণিত দিদির হাত মাথায় না থাকলে কেউ জিততে পারে না। এখানে লড়াই অনেকটাই কঠিন ছিল। কংগ্রেস, বিজেপি একসঙ্গে আমার বিরুদ্ধে লড়াই করেছে আমাকে হারাতে। কিন্তু মানুষ আমার ওপর বিশ্বাস রেখেছেন। এখনও বাবাকে জানান হয়নি। ফোন করেছিলাম পায়নি এখনও। তবে জানাব তো নিশ্চয়ই। বাবাই তো আমার অভিভাবক। আমি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছি।”