সোমনাথ চৌধুরী, দক্ষিণ দিনাজপুর: মায়ের বকুনি খেয়ে অভিমানে বিষপান করে আত্মঘাতী এক যুবতী। ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ডের হাতিডোবা এলাকায়।এই ঘটনায় শোকের ছায়া পরিবারসহ এলাকায় জুড়ে। ঘটনার পর আজ বৃহস্পতিবার যুবতী মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।জানা গিয়েছে মৃত যুবতীর নাম রাধিকা মালো বয়স ১৮। বাড়ি গঙ্গারামপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ডের হাতিডোবা এলাকায়। জানা গেছে মৃতা যুবতী হলিক্রস উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর। পরিবার সূত্রে খবর গত শিবরাত্রির দিন অমৃতা যুবতীর মা বকাবকি করলে অভিমান করে বিষপান করে আত্মঘাতী হতে চায় সেই যুবতী। বিষয়টি জানতেই তাকে উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার গভীর রাতে মৃত্যু হয় সেই যুবতীর। এই ঘটনায় শোকের ছায়া নেমে পড়েছে পরিবারসহ এলাকায় জুড়ে।