তারক হরি, পশ্চিম মেদিনীপুর : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে সবংয়ের ডাক্তারি পড়ুয়া ডাক্তারি পড়ুয়া সুশোভন বেরা। পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের বাসিন্দা সুশোভন। বর্তমানে ঠাঁই হয়েছে ব্যাঙ্কারে।
গত ২০১৯ সালে ডাক্তারি পড়তে সুশোভন পাড়ি দিয়েছিলেন ইউক্রেনে। নারায়ণ চন্দ্র বেরা ও নিভারানী বেরার একমাত্র ছেলে সুশোভন পিংলা ধনেশ্বরপুর থেকে মাধ্যমিক পড়াশোনা করে, এরপর মেদিনীপুর শহরের মোহনানন্দ উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন ডাক্তারি পড়তে।
বর্তমানে রাশিয়া লাগাতার আক্রমন চালাচ্ছে ইউক্রেনে। সংবাদ মাধ্যমে সে খবরা খবর দেখে রীতিমত উদ্বিগ্ন হয়ে পড়েছে ওই পড়ুয়ার মা ও বাবা। ছেলে কীভাবে বাড়ী ফিরবে তা নিয়ে বেশ চিন্তিত বলে জানিয়েছেন সুশোভন এর মা ও বাবা। তাঁরা চাইছেন ছেলে ভালোভাবে ফিরে আসুক বাড়ি। সরকারী সাহায্যের করুন আর্তি জানিয়েছেন পরিবার!