Satsakal.com : বেড়েই চলেছে প্রতারণা চক্র। প্রতিদিন সামনে আসছে নিত্যনতুন প্রতারণার অভিযোগ। এবার আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর সাইবার থান। খাস কলকাতার সল্টলেক সেক্টর ফাইভ হানা দিতেই সামনে এলো ভুয়ো কল সেন্টার। ওখান থেকেই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভের এক বহুতলে রমরমিয়ে চলছিল ভুয়ো কল সেন্টার। ওই সংস্থা বিদেশের নাগরিকদের ফোন করে আমাজন সংস্থা কাস্টমার কেয়ার এবং টেক সাপোর্ট দুই প্রতিশ্রুতি দিত। তার পরিপ্রেক্ষিতে বিদেশি মুদ্রায় টাকা হাতিয়ে নিত। বিধাননগর সাইবার থানার পুলিশ খবর পেয়ে সেক্টর ফাইভের ওই অফিসে হানা দেয়। সেখান থেকে জহেব জুলকারনানি, মুদাসির আহমেদ, দেব কুমার সহ ৯ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে বেশকিছু নথি হার্ড ডিস্ক উদ্ধার করেছে হয়েছে। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। এই চক্রের মূল পান্ডার খোজে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।