এস. কে. বিশ্বাস, নদিয়া : অ্যাডমিট কার্ড আসেনি,ফলে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত পরীক্ষার্থী।এই ঘটনা কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুলের।প্রশ্ন উঠে গেল, প্রধান শিক্ষক সহ স্কুল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা নাকি পরীক্ষায় বসতে না পারা ছাত্র ও তার অভিভাবকের পক্ষ থেকে গাফিলতি? পরীক্ষায় বসতে না পারা ছাত্র এবং তার বাবা ও মায়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, টেস্ট পরীক্ষায় বসলেও ফাইনাল পরীক্ষার ফর্ম পূরণের জন্য মোবাইলে ম্যাসেজ মারফৎ ডাকা হবে বলে স্কুলের তরফ থেকে নির্দেশিকা থাকলেও শেষ পর্যন্ত ডাকা হয়নি। এরপর যথারীতি স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্ৰহের ম্যাসেজ পেয়ে স্কুলে গিয়ে জানা যায় ঐ ছাত্রের অ্যাডমিট কার্ড আসেনি। পরবর্তী সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চিঠি নিয়ে একাধিক বার পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের কার্যালয়ে গিয়ে তদ্বির তদারকি করে ও উদ্দেশ্য সফল হয়নি। ফলে পরীক্ষায় বসার সুযোগ থেকেই বঞ্চিত হল ঐ ছাত্রকে।